ব্রিটেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৯ বছর বয়সী তরুণ অভিনেত্রী রোসা টেইলর। গত বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে ইংল্যান্ডের উইল্টশায়ার কাউন্টির একটি সড়কে হুন্দাই আই১০ গাড়ি ও একটি স্কানিয়া টিপার এইচজিভি লরির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় তিনি কর্শাম লাইব্রেরিতে শিশুদের জন্য আয়োজিত একটি থিয়েটার শোতে অংশ নিতে যাচ্ছিলেন।
রোসার আকস্মিক মৃত্যু তার পরিবার, বন্ধু ও ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে। তার বাবা গ্যারেথ টেইলর বলেন, “রোসা ছিল প্রাণবন্ত, মেধাবী এবং সবার প্রিয়। ওর অভিনয় দক্ষতা অসাধারণ ছিল, আর ব্যক্তিত্ব এত বড়ো ছিল যে সবাই তাকে ভালোবাসত। ওর উজ্জ্বল ভবিষ্যৎ কেড়ে নেওয়া সত্যিই হৃদয়বিদারক।”
ব্রিটেনের থিয়েটার অঙ্গনের সহকর্মী ও বন্ধুদের মতে, রোসা ছিলেন এক উজ্জ্বল প্রতিভা, যার মতো স্বাভাবিক ও দক্ষ অভিনেত্রী খুব কমই দেখা যায়। ল্যাঙ্কাশায়ারের আপহোল্যান্ডের বাসিন্দা রোসা নিয়মিত স্কেলমারসডেলের আর্টজ সেন্টারে মঞ্চে অভিনয় করতেন। তিনি সংগীতনাট্য বিষয়ে পড়াশোনা করেছেন লিভারপুল ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টস সিক্সথ ফর্ম কলেজে এবং চলতি বছর ভর্তি হয়েছিলেন লন্ডনের ট্রিনিটি ল্যাবান কনজারভেটোয়ারে, যেখানে সেপ্টেম্বরে ক্লাস শুরু হওয়ার কথা ছিল।
রোসা সম্প্রতি বেগারস বিলিফ কালেকটিভ আয়োজিত ‘স্ক্রাম্পটিউস’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন। দুর্ঘটনার দিন কর্শাম লাইব্রেরিতে এই নাটকের শোতে অংশ নিতে যাওয়ার পথেই প্রাণঘাতী এই দুর্ঘটনা ঘটে।
তার আকস্মিক বিদায় শুধু থিয়েটার অঙ্গনের জন্যই নয়, বরং তার পরিবারের জন্যও এক গভীর বেদনার অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। বহু প্রতিশ্রুতিশীল স্বপ্নের মাঝপথে থেমে যাওয়ায় থিয়েটার মহল শোকাহত।