Ridge Bangla

সোশ্যাল মিডিয়ায় বাঁধন-সাবার তুমুল বিতর্ক

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য বিবাদে জড়ালেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও সোহানা সাবা। বিষয়টি ঘিরে বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে তুমুল আলোচনা।

জানা গেছে, জুলাই আন্দোলনের সময় থেকেই শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সরব ছিলেন বাঁধন। তিনি রাস্তায় নেমে আন্দোলনের পক্ষে বক্তব্যও দিয়েছেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রলের মুখে পড়েন তিনি। আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও বাঁধনকে ঘিরে সমালোচনা থামেনি। শুরুতে নীরব থাকলেও বর্তমানে তিনি প্রকাশ্যে প্রতিবাদ জানাচ্ছেন।

এমন সময়ে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বাঁধনের একটি ফেসবুক পোস্টের নিচে রিয়া ঘোষ নামের এক নারীর করা মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে কটাক্ষ করেন অভিনেত্রী সোহানা সাবা। তিনি লেখেন, “এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন… হয়তো ব্লকও করেছেন। ভাগ্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল, তাই স্ক্রিনশট নিয়ে রাখলাম।”

সাবার শেয়ার করা স্ক্রিনশটে বাঁধনকে ‘ফেক’ বলে আখ্যায়িত করা হয় এবং তার ব্যক্তিজীবন নিয়ে নানা তীব্র মন্তব্য করা হয়। সাবা আরও লেখেন, “ভেবেছিলাম স্ক্রিনশট শেয়ার করবো না। কিন্তু এটা যেহেতু পাবলিক পোস্ট ছিল, তাই শেয়ার করলাম।”

এই ঘটনার অল্প সময় পরেই বাঁধন নিজের ফেসবুক প্রোফাইলে একটি প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “আমার কিছু সহকর্মী ব্যক্তিগতভাবে আক্রমণ শুরু করেছেন। তারা আমার সঙ্গে কাজ করেছেন, মঞ্চে দাঁড়িয়েছেন, অথচ এখন অপমানের ভাষা বেছে নিয়েছেন। তাদের অনেকেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত।”

যদিও বাঁধন সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে তার পোস্টের ভাষা দেখে অনেকেই মনে করছেন, সেটি সোহানা সাবাকে উদ্দেশ করেই লেখা হয়েছে। বাঁধনের পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন