Ridge Bangla

আবারও আইটেম গানে তামান্না ভাটিয়া

আবারও আইটেম গানে পারফর্ম করে আলোচনায় এলেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া। এবার তাকে দেখা যাবে ‘রেইড-২’ সিনেমার বহুল প্রতীক্ষিত আইটেম গান ‘নাশা’-তে। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার, যেখানে ‘নাশা’ গানের একটি ঝলক নজর কেড়েছে নেটিজেনদের।

ট্রেলারে দেখা গেছে, সোনালি ঝলমলে পোশাকে তামান্না ক্যামেরার সামনে নজরকাড়া ভঙ্গিতে পোজ দিচ্ছেন, বাতাসে উড়ছে তাঁর চুল, আর পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররা। মাত্র কয়েক সেকেন্ডের সেই ক্লিপ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

নির্মাতারা জানিয়েছেন, আগামীকাল (১২ এপ্রিল) গানটি অফিসিয়ালি প্রকাশ করা হবে। ‘নাশা’ গানটি তামান্নার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত গান হতে পারে বলেই আশা করছেন তাঁরা। গানটির কোরিওগ্রাফি, পোশাক, ক্যামেরা অ্যাঙ্গেল- সব কিছুতেই দর্শক পাবেন নতুনত্বের ছোঁয়া।

এর আগে ‘জেলার’ সিনেমার ‘কাভালা’ গানে পারফর্ম করে দর্শকদের মনে ঝড় তুলেছিলেন তামান্না। সেই গানটি ছিল বছরের সবচেয়ে ভাইরাল গানের একটি, আর সেই সফলতা থেকেই তাকে কেন্দ্র করে আইটেম গানের ভাবনায় উৎসাহ পেয়েছেন অনেক নির্মাতাই।

গ্ল্যামার, নাচ এবং ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতি- সব মিলিয়ে ‘নাশা’ গানেও নতুন উচ্চতায় পৌঁছাতে পারেন তামান্না, এমনটাই মনে করছেন বলিউড পর্যবেক্ষকরা।

আরো পড়ুন