বাংলা সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনালের নতুন গান ‘ময়না’ প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানটি প্রকাশের চার দিনের মাথায় ইউটিউবে ট্রেন্ডিং তালিকায় উঠে আসে তিন নম্বরে।
এ গানটি সিনেমার গান না হলেও তার আয়োজন ছিল একেবারেই সিনেমাটিক। গানটির ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী, যা তার প্রথম মিউজিক ভিডিও। এ প্রসঙ্গে কোনাল বলেন, “বুবলী আমার গানেই প্রথম মিউজিক ভিডিও করেছেন, এটা আমার জন্য আনন্দের বিষয়। তিনি দারুণ অভিনেত্রী ও নৃত্যশিল্পী; ভিডিওটিকে আরও প্রাণবন্ত করেছেন। তাই এখন থেকে তাকে ‘ময়না’ ডাকতেই হবে।”
গানটির গীতিকার আসিফ ইকবাল ও সুরকার আকাশ সেন। কোনাল জানান, “প্রথমবার চলচ্চিত্রের বাইরে আসিফ ভাইয়ের লেখা গান গাইলাম আকাশ সেনের সুরে। পাশাপাশি শরাফ আহমেদ জীবন ও সহশিল্পী নিলয়ের সঙ্গেও এটি আমার প্রথম কাজ।”
গানটির শুটিংয়ে উপস্থিত থেকে পরিচালক অংশুর কাজ দেখে মুগ্ধ হয়েছেন কোনাল। তিনি বলেন, “অংশু ভাই পারফেকশনিস্ট। প্রতিটি শট নিখুঁতভাবে ধারণ করেছেন। তার পরিচালনায় ‘ন ডরাই’ আমরা দেখেছি ও মুগ্ধ হয়েছি।”
কোনাল আরও বলেন, “‘মেঘের নৌকা’ থেকে ‘প্রিয়তমা’—আসিফ ভাইয়ের লেখা অনেক চলচ্চিত্রের গান করেছি। তবে ফিল্মের বাইরে এই গানটি আমার জন্য বিশেষ অভিজ্ঞতা।”
সম্প্রতি কোনালের গাওয়া ‘আমার কী হও তুমি’ গানটিও ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছে। তিনি জানান, শিগগিরই আরও দুটি নতুন গান প্রকাশ পাবে। এ ছাড়া এনামুল করিম নির্ঝরের একটি প্রজেক্ট ও নাটকের গানে তিনি নিয়মিত কণ্ঠ দিচ্ছেন।