নানা বিতর্কের অবসান ঘটিয়ে বাংলাদেশ পুলিশের বর্তমান লোগোর পরিবর্তে একটি নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। নতুন এই লোগোতে স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপর উজ্জ্বলভাবে লেখা হয়েছে “পুলিশ” শব্দটি।
১০ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী এ নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে এবং এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। এখন কেবল প্রজ্ঞাপন জারির অপেক্ষা।
প্রজ্ঞাপন জারির পর থেকে নতুন লোগোটি পুলিশ বাহিনীর সব ইউনিট ও জেলায় বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সব ধরনের সরকারি ও দাপ্তরিক সামগ্রীতে এই নতুন লোগো যুক্ত করার প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদরদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, শিগগিরই সারাদেশে একযোগে নতুন লোগোর ব্যবহার শুরু করা হবে।