ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখে আয়োজন করা হবে শোভাযাত্রা। তবে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত এই আয়োজন এবার নতুন নামে অনুষ্ঠিত হবে। এবার থেকে শোভাযাত্রাটির নাম দেওয়া হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।
শুক্রবার (১১ এপ্রিল) চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চারুকলা অনুষদের শিক্ষকরা জানান, শোভাযাত্রার মূল প্রতিপাদ্য বা আকর্ষণ আগের মতোই থাকবে, তবে নাম পরিবর্তনের মাধ্যমে উদযাপনে একটি নতুন মাত্রা যোগ করা হয়েছে।
উল্লেখ্য, চারুকলা অনুষদ ১৯৮৯ সাল থেকে পহেলা বৈশাখে শোভাযাত্রার আয়োজন করে আসছে। শুরুতে এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। পরবর্তীতে নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে অশুভ শক্তির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে শোভাযাত্রার নামকরণ করা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’। ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেসকো এই শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়।
আয়োজকরা জানিয়েছেন, নতুন নামের এই শোভাযাত্রায়ও থাকবে বাঙালির ঐতিহ্য, রং ও সংস্কৃতির বাহারি প্রকাশ।