খোলামেলা পোশাক পরার কারণে প্রায়ই অভিনেত্রীদের নানা নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়। কেউ তাদের সাহসিকতার প্রশংসা করেন, আবার কেউ সমালোচনায় মুখর হন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী তন্বী লাহা রায়।
সম্প্রতি শিবপ্রসাদ-নন্দিনী জুটির ‘রক্তবীজ ২’ সিনেমার টিজার প্রকাশিত হওয়ার পর মিমি চক্রবর্তীর নীল বিকিনি লুক নিয়ে আলোচনার ঝড় ওঠে। সেই প্রসঙ্গে উঠে আসে মিশমি দাস থেকে তন্বী লাহা রায় পর্যন্ত একাধিক অভিনেত্রীর নাম।
এমন সময় তন্বী নিজের জন্মদিন উপলক্ষে বিদেশ সফরে গিয়ে লাল বিকিনি পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ছবিটি প্রকাশের পরই নানা কটাক্ষের শিকার হন তিনি। একজন মন্তব্য করেন, “কেন এমন পোশাক পরেন?”
তবে এবার চুপ থাকেননি তন্বী। জবাবে তিনি লেখেন, “আমি এখন যে দেশে আছি, সেখানে বিকিনি পরা একেবারেই স্বাভাবিক। মোটা বা রোগা সবাই নির্দ্বিধায় এই পোশাক পরেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এখনও বিকিনি বা মনোকিনি নিয়ে অযথা হেনস্তা হতে হয়। আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। এই ভাবনা থেকেই এই পোশাকে নিজেকে সাজিয়েছি।”
বর্তমানে তন্বী অভিনয় করছেন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ। এর আগে তিনি বেশ কিছু ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। পোশাক নিয়ে সমালোচনায় কান না দিয়ে নিজের মতো বাঁচার পরামর্শ দিয়েছেন তিনি। তার ভাষায়, “আমরা অন্যের চোখ রাঙানিতে ভয়ে পিছু হটব কেন? নিজের পছন্দে পোশাক পরা এবং নিজের মতো জীবনযাপন করা অপরাধ নয়। আত্মবিশ্বাসই আমাদের শক্তি।”
তন্বীর এই পোস্টের পর অনেকেই তার পক্ষে মন্তব্য করেছেন। সমালোচনার বদলে আত্মবিশ্বাস ও ব্যক্তিস্বাধীনতার বার্তা দিয়ে তিনি যেন স্পষ্ট করে দিয়েছেন—নিজের মতো বাঁচাই আসল স্বাধীনতা।