লোকেশ কানাগরাজ পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘কুলি’ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে শ্রুতি হাসানের নতুন লুক। দৃঢ় চাহনি, গলায় চাপা কষ্ট আর মুখে অভিব্যক্তির গভীরতায় শ্রুতির এই আবেগঘন চরিত্র দর্শকদের মনে দাগ কেটেছে। অ্যাকশন, থ্রিল আর গোল্ড-স্মাগলিংয়ের দুনিয়ায় গড়ে ওঠা এই গল্পে তিনিই যেন হয়ে উঠেছেন আবেগের কেন্দ্রবিন্দু।
ছবিতে রয়েছেন সুপারস্টার রাজিনীকান্ত, আমির খান ও নাগার্জুনার মতো তারকারা। তবে সবার মধ্যেও শ্রুতির সংযত, পরিণত অভিনয় আলাদা করে নজর কেড়েছে। ছবির সাম্প্রতিক ঝলক থেকেই বোঝা যাচ্ছে, শ্রুতির চরিত্রটি গল্পে আবেগ ও নাটকীয়তার নতুন মোড় আনবে।
ভক্তদের মতে, শ্রুতি এই ছবির ‘ইমোশনাল অ্যাংকর’। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশংসা করে লিখেছেন, “মাস এন্টারটেইনারেও এমন আবেগের উপস্থিতি অনেক দিন দেখা যায়নি।” আরেকজন লিখেছেন, “শ্রুতির এক ঝলকেই বোঝা যাচ্ছে, এই চরিত্র পুরো সিনেমার রং বদলে দেবে।”
চলচ্চিত্র সমালোচকেরাও বলছেন, তীব্র অ্যাকশনের পাশাপাশি আবেগের ভারসাম্য ছবিটিকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। এ কারণে শুধুমাত্র অ্যাকশনপ্রেমীদের নয়, আবেগনির্ভর গল্প পছন্দ করা দর্শকদের কাছেও ছবিটি হয়ে উঠবে একটি বিশেষ অভিজ্ঞতা।
আগামী ১৪ আগস্ট ‘কুলি’ মুক্তি পাচ্ছে। এরই মধ্যে ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ চরমে পৌঁছেছে। রাজিনীকান্তের মাস অ্যাকশনের সঙ্গে শ্রুতির আবেগঘন অভিনয়ের মেলবন্ধন ছবিকে বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্রে পরিণত করেছে।