অন্তর্বর্তীকালীন সরকারের ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলেও বাস্তবায়ন নিয়ে এখনো বড় ধরনের সংকট রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির আশঙ্কা, এই বাস্তবায়ন সংকট রাজনৈতিক অস্থিতিশীলতা ডেকে আনতে পারে।
সোমবার (৪ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি এই মন্তব্য করে।
প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার বিচারব্যবস্থা, নির্বাচন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে উদ্যোগ নিলেও বাস্তবায়ন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক শাসনের যে প্রত্যাশা জনগণের ছিল, তা এখনো পূরণ হয়নি।
জুলাই-অগাস্টে সংঘটিত হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের আগেই বিচার প্রক্রিয়া শুরু হলেও কার্যক্রম চলছে ধীরগতিতে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে। খুন, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, লুটপাটসহ নানা অপরাধ বেড়েছে। মব জাস্টিস ও গণপিটুনিতে মৃত্যুর হারও আশঙ্কাজনকভাবে বেড়েছে।
টিআইবি আরও জানায়, ঢালাওভাবে মামলার আসামি করা, গ্রেপ্তার বাণিজ্য, রাজনৈতিক চাপের মুখে গ্রেপ্তার বৃদ্ধি, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর প্রবণতা এখনো বন্ধ হয়নি। আন্দোলন দমনে পুলিশের পক্ষপাতমূলক আচরণও লক্ষ্য করা যাচ্ছে।
আগামী নির্বাচনকে ঘিরে সম্ভাব্য অস্থিরতা প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “রোডম্যাপ ঘোষণা করা হলেও অস্থিতিশীলতা যেকোনো সময় ঘটতে পারে।” তিনি এনবিআরের সংস্কারের প্রসঙ্গ টেনে বলেন, “সংস্কারের নামে কোথাও কোথাও অরাজকতা বেড়েছে।”