নাটোরের লালপুরে দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে এসে হিমেল (২৩) নামে এক যুবককে আটক করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার বালিতিতা ইসলামপুর দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটক হিমেল উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা এবং হামিদুল ইসলামের ছেলে।
পরীক্ষা কেন্দ্রের সচিব মোস্তাফিজুর রহমান জানান, ওই কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের দাখিল পরীক্ষা চলছিল। এ সময় পানসিপাড়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী রাকিবুল ইসলামের পরিবর্তে হিমেল নামে এক যুবক পরীক্ষায় অংশ নেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে কক্ষ পরিদর্শক শাজাহান আলী তাৎক্ষণিকভাবে বিষয়টি কেন্দ্র সচিবকে জানান। পরে হিমেলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়াও একই দিন লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করার অভিযোগে আরও দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষ কড়া নজরদারির ব্যবস্থা গ্রহণ করেছে।