প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, সংস্কার যদি গভীরভাবে মানুষের মন পর্যন্ত না পৌঁছে, তাহলে ভবিষ্যতে দেশে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে। মঙ্গলবার (২৯ জুলাই) জাতিসংঘ আয়োজিত ‘জুলাই স্মরণ অনুষ্ঠান ও ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “সংস্কার মানে শুধু কাগজে-কলমে কিছু পরিবর্তন নয়, এর মানে মানসিকতার পরিবর্তনও জরুরি। যদি আমরা জুলাই থেকে শিক্ষা না নেই, তাহলে ভবিষ্যতে স্বৈরাচারের পুনরাবৃত্তি অনিবার্য হয়ে উঠতে পারে।”
তিনি জানান, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিবেদনে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই সময়কালে সংঘটিত নৃশংসতা ও সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ড. ইউনূস বলেন, “এই প্রতিবেদন শুধু ন্যায়বিচারের ভিত্তি নয়, বরং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধেও একটি অপরিহার্য দলিল।”
প্রধান উপদেষ্টা আরও জানান, সরকার ইতোমধ্যে ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছে, গুম থেকে সুরক্ষা দিতে আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থা ওএইচসিএইচআরের সঙ্গে ঢাকায় একটি মিশন স্থাপনের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা এবং এমন এক সমাজ গঠন করা, যেখানে স্বাধীনতা, মর্যাদা ও শান্তিতে সব নাগরিক বসবাস করতে পারবে।”