যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘আর্টেমিস অ্যাকর্ডে’ ৫৪তম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “২০২৫ সালের ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’-এ বাংলাদেশ আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষরকারী ৫৪তম দেশ হিসেবে যোগ দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ৫০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন খাতে অংশীদারত্ব বজায় রেখে আসছে। আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে এ সহযোগিতা আরও জোরালো করতে চাই।”
বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আরও বলা হয়, “বাংলাদেশের আর্টেমিস অ্যাকর্ডে যোগদান এটাই প্রমাণ করে যে, দেশটি শান্তিপূর্ণ মহাকাশ অনুসন্ধান ও ব্যবহারে বৈশ্বিক সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হতে আগ্রহী।”
উল্লেখ্য, আর্টেমিস অ্যাকর্ডস একটি নন-বাইন্ডিং বহুপাক্ষিক সহযোগিতা কাঠামো, যার মাধ্যমে মহাকাশ গবেষণা ও ব্যবহারকে নিরাপদ, টেকসই ও স্বচ্ছভাবে পরিচালনা করার লক্ষ্যে বিভিন্ন দেশ একত্রিত হয়েছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশের উদ্যোগে এই চুক্তির সূচনা হয়। বর্তমানে এই সংখ্যা ৫৪-তে গিয়ে পৌঁছেছে।
বাংলাদেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন। অ্যাকর্ডের বাস্তবায়ন ও প্রসারে কাজ করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং নাসা যৌথভাবে।
বিশেষজ্ঞদের মতে, মহাকাশ প্রযুক্তি ও গবেষণায় বাংলাদেশের আগ্রহ এবং অংশগ্রহণ নতুন যুগের সূচনা করবে। আর্টেমিস অ্যাকর্ডে যুক্ত হওয়া ভবিষ্যতে মহাকাশভিত্তিক গবেষণা, শিক্ষা ও আন্তর্জাতিক অংশীদারত্বে বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।