দক্ষিণ কোরিয়ার উপর ১৫ শতাংশ শুল্ক আরোপের একটি পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩১ জুলাই) তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করবে।
মার্কিন যুক্তরাষ্ট্র তার বাণিজ্য অংশীদার দেশগুলোকে ১ আগস্টের মধ্যে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর সময়সীমা নির্ধারণ করেছিল। এর ব্যত্যয় ঘটলে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়। নির্ধারিত সময়সীমার একদিন আগেই এই চুক্তি স্বাক্ষরিত হলো, যা দক্ষিণ কোরিয়াকে বড় শুল্কের ঝুঁকি থেকে বাঁচিয়েছে।
গত সপ্তাহে জাপান যুক্তরাষ্ট্রের সাথে একই হারে (১৫%) শুল্ক চুক্তি করার পর দক্ষিণ কোরিয়ার উপর চাপ বাড়ে। অবশেষে সিউলও এই চুক্তিতে পৌঁছায় এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়। দক্ষিণ কোরিয়ার জন্য এই চুক্তিকে একটি কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার নেতা লি জে মিউং এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, “এটি আমাদের দেশকে অন্যদের তুলনায় সমান বা উন্নত অবস্থানে রাখবে।”
গত জানুয়ারি মাসে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প একাধিক আমদানিকর আরোপ করেছেন এবং আরও শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন। তিনি মনে করেন, এসব শুল্ক আমেরিকান উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধি করবে।
তবে সমালোচকরা বলছেন, ট্রাম্পের এই অস্থির আন্তর্জাতিক বাণিজ্য নীতির কারণে বিশ্ব অর্থনীতি বিশৃঙ্খলার মধ্যে পড়েছে এবং এসব শুল্ক সাধারণ মার্কিন গ্রাহকদের জন্য পণ্যের দাম বাড়িয়ে তুলছে।