Ridge Bangla

জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জরুরি সংস্কার বাস্তবায়ন চাই: বিএনপির মহাসচিব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দেশের জরুরি সংস্কারগুলো আর বিলম্ব না করে বাস্তবায়ন করতে হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ ঢাকা কার্যালয় আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও তথ্যানুসন্ধান প্রতিবেদন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “আমরা চাই জুলাই হত্যাকাণ্ডের দায়ীদের দ্রুত বিচার করা হোক। পাশাপাশি দেশের জরুরি সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশে এখন এমন একটি সরকার দরকার যা প্রকৃত অর্থেই জনগণের প্রতিনিধিত্ব করবে। জনগণের ম্যান্ডেট ছাড়া শাসন আর ম্যান্ডেট নিয়ে শাসনের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা আশা করি, তিনি অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য নির্বাচন নিশ্চিত করবেন।”

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ফখরুল বলেন, “ফ্যাসিবাদী শাসনে এসব প্রতিষ্ঠান দুর্বল বা ধ্বংস করা হয়েছিল। এগুলো পুনর্গঠন সহজ হবে না; সময় ও ধৈর্য প্রয়োজন।”

সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐকমত্যকে স্বাগত জানিয়ে তিনি অন্তর্বর্তী সরকারকে ‘জুলাই সনদ’ ঘোষণার আহ্বান জানান।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন