Ridge Bangla

শ্রাবন্তীর তৃতীয় বিয়ের চূড়ান্ত বিচ্ছেদ

অবশেষে আইনিভাবে বিচ্ছেদ হলো টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংয়ের। শুক্রবার আদালত তাদের বিবাহবিচ্ছেদে আনুষ্ঠানিক সিলমোহর দেন। খবরটি নিশ্চিত করেছেন রোশন সিং নিজেই, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা-কে দেওয়া এক সাক্ষাৎকারে। রোশন বলেন, “সবকিছু শান্তিপূর্ণভাবেই মিটে গেছে। ৮ এপ্রিল থেকে আমরা আইনিভাবে সম্পূর্ণ আলাদা।”

এই বিচ্ছেদের মামলায় শ্রাবন্তী মাসিক ৭ লাখ টাকা খোরপোশ দাবি করেছিলেন। যদিও সেই দাবির প্রেক্ষিতে আদালত পরে একটি স্থগিতাদেশ (স্টে অর্ডার) দিয়েছিল। রোশন এই মুহূর্তে খোরপোশ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

দীর্ঘদিন ধরেই শ্রাবন্তী-রোশনের মধ্যে আইনি বিচ্ছেদ প্রক্রিয়া চলছিল। গত বছরের সেপ্টেম্বরেই (২০২৪) তারা পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্তে উপনীত হন। চূড়ান্ত বিচ্ছেদের জন্য আদালত ৮ এপ্রিল দিন নির্ধারণ করে, যেদিন উভয়ের স্বাক্ষর শেষে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়। তবে এতদিন এই বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।

উল্লেখ্য, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। মাত্র ১৬ বছর বয়সে প্রথম বিয়ে করেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসকে। এরপর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রজের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সেই সম্পর্কও টেকেনি। ২০১৯ সালের শুরুর দিকেই শ্রাবন্তী ও কৃষাণের ডিভোর্স সম্পন্ন হয়। এরপর রোশন সিংয়ের সঙ্গে ঘর বাধেন অভিনেত্রী, যা ছিল তার তৃতীয় বিয়ে।

আরো পড়ুন