Ridge Bangla

ফেসবুক নিয়ে বিপাকে শাবনূর, নিচ্ছেন আইনি পদক্ষেপ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের নামে একটি প্রতারক চক্র ফেসবুকে একটি ভেরিফায়েড পেজ খুলেছে, যা তার নিজের নয়। গত শুক্রবার সকালে বিষয়টি শাবনূরের নজরে আসে। তার শুভাকাঙ্ক্ষী ও পরিচিতরা তাকে এই নকল ভেরিফায়েড পেজ সম্পর্কে অবহিত করলে তিনি নিশ্চিত হন যে এটি তার নামে খোলা হলেও তিনি এর সঙ্গে যুক্ত নন।

শাবনূর বলেন, “তাদের দেওয়া তথ্যগুলো আমার মতো হলেও পেজটি আমার নিয়ন্ত্রণে নেই।” তিনি উদ্বিগ্ন যে, এই প্রতারক চক্র তার নাম ব্যবহার করে বিভিন্ন অসৎ কাজ ও প্রতারণা করতে পারে। এমনকি, তাদের কাছে তার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের তথ্য থাকতে পারে, যা ছাড়া ভেরিফায়েড পেজ তৈরি করা সম্ভব নয়।

বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাসরত শাবনূর জানান, তিনি একসময় ফেসবুক ব্যবহার করতেন না, ফলে তার নামে অনেক নকল আইডি ও পেজ তৈরি হয়েছিল। পরে নিজে ফেসবুকে সক্রিয় হওয়ার পর আসল ও নকলের পার্থক্য বুঝতে পেরেছেন। তিনি বলেন, “ভেরিফায়েড পেজ করার গুরুত্ব আগে বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি এটা কতটা জরুরি।”

এই ঘটনার পর শাবনূর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন এবং পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগকেও বিষয়টি জানাবেন। তিনি নিশ্চিত করেছেন, ভেরিফায়েড পেজটি বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে এবং তাতে ৬ লাখ ৫৯ হাজারের বেশি ফলোয়ার রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি শাবনূরের অনুরোধ, যেন তারা প্রতারক চক্রের প্রকৃত পরিচয় উদঘাটন করে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন