Ridge Bangla

পাকিস্তানে আরেক টিকটকারের মরদেহ উদ্ধার, সন্দেহভাজনদের হেফাজতে

পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার বাগো ওয়াহ এলাকায় জনপ্রিয় টিকটকার সুমিরা রাজপুতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে যে, সুমিরার মরদেহ তার নিজ বাসভবনে পাওয়া গেছে।

ঘটনা প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা আনোয়ার শেখ জানান, নিহত সুমিরার ১৫ বছর বয়সী মেয়ে অভিযোগ করেছে যে, কিছু ব্যক্তি তার মাকে জোরপূর্বক বিয়েতে বাধ্য করতে চেয়েছিল এবং তারা তাকে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে হত্যা করেছে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. সর্বানন্দ জানান, প্রাথমিক তদন্তে শারীরিক নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে এবং তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কোনো এফআইআর (প্রাথমিক তথ্য প্রতিবেদন) রেকর্ড করা হয়নি। পুলিশ হত্যার পেছনে সম্ভাব্য ষড়যন্ত্র ও উদ্দেশ্য খতিয়ে দেখছে।

উল্লেখ্য, পাকিস্তানে নারী কন্টেন্ট নির্মাতাদের প্রতি সহিংসতা বাড়ছে। গত মাসেই ইসলামাবাদের সেক্টর জি-১৩/১-এ ১৭ বছর বয়সী টিকটকার সানা ইউসুফকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়, যা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন তোলে।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, তারা এই ঘটনার গভীর তদন্ত করবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন