Ridge Bangla

বিজয়নগরে ফেনসিডিল-ইয়াবাসহ মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যৌথ বাহিনীর এক অভিযানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিনকে ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গভীর রাতে উপজেলার ইসলামপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে তার এক সহযোগী সাব্বিরুল আলমকেও গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর অভিযানের সময় নিলুফার স্বামী, স্থানীয়ভাবে পরিচিত মাদক ব্যবসায়ী মিনার মিয়া, কৌশলে পালিয়ে যায়। অভিযানে ৯৬ বোতল ফেনসিডিল, ৩০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, “সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, নিলুফা ইয়াসমিন শুধু উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকই নন, তিনি একজন সাবেক ইউপি সদস্যও ছিলেন। রাজনৈতিক পরিচিতির ব্যক্তির এমন অপরাধে গ্রেপ্তার হওয়া স্থানীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন