Ridge Bangla

তারা তিনজন আবারও একসঙ্গে

দেশের জনপ্রিয় তিন অভিনয়শিল্পী মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান আবারও একসঙ্গে আসছেন ছোট পর্দায়। দর্শকপ্রিয় এই ত্রয়ীর আগের নাট্যসংযোগগুলো যেমন হাসির খোরাক যুগিয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না—এমনটাই মনে করছেন নাট্যপ্রেমীরা। নতুন ধারাবাহিক নাটকটির নাম ‘শাদি মোবারক’, যা রচনা করেছেন আহাম্মেদ শাহাবুদ্দিন এবং পরিচালনা করছেন শামীম জামান নিজেই।

নাটকটির গল্প ঘোরে তিন ভাইকে কেন্দ্র করে, যাদের চরিত্রে অভিনয় করেছেন এই তিন তারকা। বড় ভাইয়ের বিয়ে আটকে থাকায় মেজো ও ছোট ভাইয়ের বিয়ে বারবার পেছাতে থাকে। এই পরিস্থিতি থেকে তৈরি হয় একের পর এক মজার ঘটনা, যা দর্শকদের হাসাতে বাধ্য করবে।

নাটকটির শুটিং শেষ হয়েছে গত বছরের নভেম্বর মাসে এবং সম্প্রচারের জন্য পুরোপুরি প্রস্তুত। জানা গেছে, ৩ আগস্ট থেকে নাটকটি মাছরাঙা টেলিভিশনে সম্প্রচার শুরু হবে।

নাটকে আরও অভিনয় করেছেন মিম চৌধুরী, রোবেনা রেজা জুঁই, জয়রাজসহ অনেকেই। এই তারকাবহুল দল নিয়ে নাট্যজগতে এক অনন্য হাসির উৎসব আসতে যাচ্ছে বলেই আশা করা যায়।

দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিন অভিনয়শিল্পীর অনবদ্য কেমিস্ট্রি এবং সংলাপে ভরপুর মজার মুহূর্তগুলোর জন্য। ‘শাদি মোবারক’ হতে যাচ্ছে এমন এক নাটক, যার প্রতিটি পর্বে থাকবে প্রাণখোলা হাসির স্রোত।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন