‘থ্রি ইডিয়টস’ খ্যাত বাংলাদেশি অভিনেতা খায়রুল বাসার এবং তানজিন তিশা অভিনীত ভারতীয় সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ কাজ করার খবর প্রথম প্রকাশ হয় ২৫ জুলাই ভারতীয় গণমাধ্যমে। খবরটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশেও ব্যাপক আলোচনা তৈরি করে। তবে বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
খায়রুল বাসার নিজেই ফেসবুকে জানান, তিনি সিনেমাটির প্রস্তাব পেয়েছিলেন এবং চুক্তি হওয়ার কথা চলছিল, কিন্তু শিডিউল না মেলার কারণে শেষ পর্যন্ত কাজটি করতে পারছেন না। তিনি নির্মাতা ও টিমকে শুভকামনা জানিয়ে জানান, এই সিনেমায় না থাকলেও তারা ভালো করবেন।
অন্যদিকে নির্মাতা এমএন রাজ দাবি করেছেন, বাসারকে অগ্রিম পারিশ্রমিক দেওয়া হয়েছিল এবং ই-মেইলের মাধ্যমে অভিনয়ের সম্মতিও নিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, বাসার হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং কোনো প্রতিক্রিয়া না জানিয়ে কাজ থেকে সরে যান, যা পেশাদারিত্বের ঘাটতি।
এই অভিযোগ খণ্ডন করে বাসার বলেন, “আমি স্ক্রিপ্টটি পছন্দ করেছিলাম এবং কাজ করার আগ্রহও ছিল, কিন্তু সেপ্টেম্বরের শুটিং শিডিউল আমার পূর্বনির্ধারিত কাজের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় শেষ মুহূর্তে না করতে বাধ্য হই।” তিনি আরও বলেন, “অ্যাডভান্স নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। আমি নিজেই টাকা ফেরত দেওয়ার জন্য নির্মাতার কাছে অ্যাকাউন্ট নম্বর চেয়েছিলাম, যা এখনও পাইনি।”
নির্মাতার ফোন না ধরার অভিযোগ প্রসঙ্গে বাসার বলেন, “আমি আগেই মেসেজ করে জানিয়েছিলাম কাজ করতে পারছি না। এটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”
বর্তমানে খায়রুল বাসার ব্যস্ত রয়েছেন নতুন সিনেমা ‘জীবন আমার বোন’-এর শুটিংয়ে, যা কথাসাহিত্যিক মাহমুদুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে।