সরকারি চাকরিতে নিয়োগে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) চারটি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।
ইসি সূত্রে জানা গেছে, বয়স প্রমাণের দলিল হিসেবে এনআইডিকে সরকারি কর্মচারী নিয়োগ বিধিমালায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে এনআইডি সংশোধনের জটিলতা এবং ভবিষ্যৎ প্রার্থীদের ভোগান্তি কমবে বলে মনে করছে কমিশন।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার (৩০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং আইন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই আলোচনায় চাকরিতে বয়স প্রমাণে এনআইডি ব্যবহার, বেতন প্রদানের ক্ষেত্রে এনআইডি তথ্য বাধ্যতামূলক করা এবং নিয়োগপ্রাপ্তদের এনআইডি সংশোধনসংক্রান্ত সমস্যা সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, “চাকরিতে যোগদানের পর বেতন প্রদানের সময় এনআইডির জন্মতারিখ বা নামের সঙ্গে নিয়োগপত্রের তথ্যের অমিল থাকায় অনেকেই সমস্যায় পড়েন। পরে এনআইডি সংশোধনের জন্য আমাদের কাছে আসলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। তাই নিয়োগের সময়ই এনআইডি বাধ্যতামূলক করার প্রস্তাব দিচ্ছি।”
তিনি আরও বলেন, “একটি নির্দিষ্ট তারিখের পর তথ্য গোপন করে চাকরিতে যোগদানকারীদের এনআইডি আর সংশোধন করা হবে না। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”