Ridge Bangla

জাতীয় নির্বাচনে ৬০ হাজার সেনা মাঠে থাকবে: প্রেস সচিব শফিকুল আলম

আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রায় ৬০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফায় বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে, ৫ আগস্টের পর থেকে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন শুরু করবেন। প্রায় ৬০ হাজার সেনা সদস্য নির্বাচনী ডিউটিতে থাকবেন এবং তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও থাকবে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

প্রেস সচিব আরও বলেন, বৈঠকে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের সময় যাতে গোয়েন্দা তৎপরতায় কোনো দুর্বলতা না থাকে, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।

তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পদক্ষেপে একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন