Ridge Bangla

রাজধানীর ডেমরায় হেলে পড়েছে ছয়তলা ভবন, আতঙ্কে এলাকাবাসী

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। রোববার (২৭ জুলাই) হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, ভবনটি পাশের একটি সাততলা ভবনের দিকে বিপজ্জনকভাবে হেলে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। ডেমরা থানা পুলিশ জানিয়েছে, ভবনটির সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং ভবনের চারপাশ ঘিরে রাখা হয়েছে যাতে কেউ আর প্রবেশ করতে না পারে।

পুলিশ আরও জানায়, ভবনটি যে হারে হেলে পড়েছে, তা আশপাশের অন্যান্য ভবনের জন্যও হুমকি হয়ে উঠতে পারে। ফলে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, ভবনটির নির্মাণকাজ দুর্বল ছিল এবং দীর্ঘদিন ধরেই এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে তারা আশঙ্কা করছিলেন।

ঘটনার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)কে অবহিত করা হয়েছে। রাজউকের একটি দল শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করবে বলে জানা গেছে। তারা ভবনটির গঠনগত নিরাপত্তা এবং আশপাশের এলাকা নিয়ে সিদ্ধান্ত নেবে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, এলাকায় অনেক ভবনই যথাযথ অনুমোদন ও নিয়ম না মেনে নির্মিত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভবন নির্মাণে অনিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে। তবে আপাতত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন