থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মার্কেটে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে পাঁচ নিরাপত্তারক্ষীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার (২৮ জুলাই) থাই পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
ঘটনাটি ঘটে ব্যাংককের জনপ্রিয় ‘অর তো কো’ বাজারে, যা পর্যটকদের কাছে পরিচিত চাতুচাক মার্কেটের খুব কাছেই অবস্থিত। ব্যাং সু জেলার উপপুলিশ প্রধান ওরাপাত সুকথাই বলেন, “পুলিশ হামলার উদ্দেশ্য খতিয়ে দেখছে। এখন পর্যন্ত এটিকে গণহত্যা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।”
নিহতদের মধ্যে বন্দুকধারী নিজেও রয়েছেন। গুলি চালানোর পর তিনি আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন ব্যাংক মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর সহকারী কমিশনার শারিন গোপাত্তা।
এক বিবৃতিতে থাই পুলিশ জানায়, বন্দুকধারীর পরিচয় ও ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। পুলিশ জানায়, নিহত পাঁচজন ‘ওর টর কর’ শপিং মলের নিরাপত্তা কর্মী ছিলেন। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
পুলিশের প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা হ্যাট পরা এবং বুকের ওপর ব্যাকপ্যাক ঝুলিয়ে এক সন্দেহভাজন বন্দুকধারী পার্কিং লট দিয়ে বাজারের দিকে হেঁটে আসছেন।
থাইল্যান্ডে বন্দুক সহিংসতা প্রায়ই ঘটে থাকে। দেশটিতে অস্ত্র আইনের শিথিলতা এবং আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা এই ধরণের সহিংসতা বৃদ্ধির পেছনে দায়ী বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ব্যাংককের একটি বিলাসবহুল সুপারমলে ১৪ বছর বয়সী এক কিশোর পিস্তল দিয়ে গুলি চালিয়ে দুইজনকে হত্যা এবং পাঁচজনকে আহত করেছিল।