Ridge Bangla

ইসিতে বড় পরিসরে রদবদল, বদলি ৭১ নির্বাচন কর্মকর্তা

নির্বাচন কমিশন (ইসি) দেশের বিভিন্ন পর্যায়ে কর্মরত ৭১ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে। রোববার (২৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলিকৃতদের মধ্যে অধিকাংশই উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা। আদেশে বলা হয়েছে, এসব কর্মকর্তা আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ৪ আগস্ট থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

এ ছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে কুমিল্লার আদর্শ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে ইটিআইতে সহকারী পরিচালক পদে বদলি করা হয়েছে।

এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. মফিজুর রহমানকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী আদেশগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এই রদবদলকে কেন্দ্র করে প্রশাসনে চলছে নানা আলোচনা। বিশেষত নির্বাচনী প্রশাসনের ক্ষেত্রে এমন বড় ধরনের বদলিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন