রাজধানীর অভিজাত এলাকা গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে একটি বাড়িতে চাঁদা দাবি করতে গেলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে।
গুলশান থানা পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিজেদের একটি সরকারি প্রকল্প বা রাজনৈতিক প্রোগ্রামের ‘সমন্বয়ক’ পরিচয়ে গুলশানের একটি বাড়িতে যান। ওই বাড়িটি একজন সাবেক সংসদ সদস্যের বলে জানা গেছে। অভিযুক্তদের নেতৃত্বে ছিলেন রিয়াদ নামের এক তরুণ।
পুলিশ জানায়, রিয়াদ ও তার সহযোগীরা বাড়ির মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি মেটাতে চাপ সৃষ্টি করে তারা। একপর্যায়ে তারা ওই বাড়িতে আবার এসে ১০ লাখ টাকা নেওয়ার চেষ্টা করলে বাড়ির নিরাপত্তাকর্মীরা বিষয়টি গুলশান থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় এ ধরনের চাঁদাবাজিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।