Ridge Bangla

শেখ রেহানার ছেলে ববির বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় ৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও ১২ কোটির বেশি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৭ জুলাই) দুদকের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়, ববি নিজের নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে ৩৯ লাখ ৮৩ হাজার টাকার স্থাবর এবং ২ কোটি ৪৯ লাখ টাকার অস্থাবর সম্পদ। এছাড়া নিকেতনের একটি ফ্ল্যাট তিনি দান সূত্রে পেয়েছেন, যার মূল্য ১ কোটি ৭৩ লাখ টাকা।

অভিযোগে আরও বলা হয়, কোনো ব্যবসা বা আয়কর বিবরণী জমা না থাকা সত্ত্বেও ববি তিনটি ব্যাংক হিসাবে ৭ কোটি ৪৮ লাখ টাকা জমা করেন এবং এর মধ্যে ৫ কোটি টাকা তুলে নেন। এসব লেনদেনকে দুদক অস্বাভাবিক ও সন্দেহজনক বলে চিহ্নিত করেছে।

এর আগে, গত ২৪ জুলাই শেখ রেহানা ও তার পরিবারের নামে থাকা ৩৫৪ শতাংশ জমি জব্দের আদেশ দেয় আদালত। এসব জমির বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। আদালতে আবেদনে দুদক জানায়, অভিযুক্তরা তাদের সম্পদ গোপনে হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে সম্পদ জব্দ করা প্রয়োজন ছিল। আদালত শুনানি শেষে আবেদনে সম্মতি দেন এবং জমি জব্দের নির্দেশ দেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন