বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত জসীমের ছেলে, ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন। ‘ওন্ড’ ব্যান্ডের পাশাপাশি অর্থহীন ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন রাতুল।
অর্থহীন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটু গ্লিটজকে রাতুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রাতুলের ছোট ভাই এ কে রাহুলের কাছ থেকে জেনেছি জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয় রাতুল। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যায় সে।”
রাতুলের মরদেহ এখন উত্তরার বাসায় আছে। মাগরিবের নামাজের পর ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে তার নামাজে জানাজা হবে বলে জানান টিটু।
রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’-এর প্রথম অ্যালবাম ‘ওয়ান’ প্রকাশিত হয় ২০১৪ সালে। ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর ব্যান্ডটি জনপ্রিয়তা লাভ করে। রাতুল রক সংগীতের একজন প্রযোজকও ছিলেন। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার অবদান রয়েছে।
রাতুলের মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন ফেসবুকে লিখেছেন, ‘হঠাৎ রাতুলের মৃত্যুসংবাদ শুনে আমি স্তব্ধ ও গভীরভাবে শোকাহত। তিনি দেশের অন্যতম সেরা শব্দ প্রকৌশলী ও ওন্ড ব্যান্ডের শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন। আমাদের সংগীতাঙ্গন থেকে একটি আলো হারিয়ে গেল। তাঁর পরিবার, বন্ধুদের জন্য প্রার্থনা রইল।’