ডি ভিলিয়ার্স—বোলারদের মনে কাঁপুনি ধরানো এক নাম। আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ, ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের সামনে ভয়ডরহীনভাবে ঝড় তুলেছেন বহুবার। পেশাদার ক্রিকেট ছাড়ার চার বছর পরও দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ব্যাটসম্যান তার ব্যাটিং নৈপুণ্যে মুগ্ধ করে চলেছেন ক্রিকেট বিশ্বকে।
চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস-এ দারুণ ছন্দে রয়েছেন ৪১ বছর বয়সী ডি ভিলিয়ার্স। আগের ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের বিপক্ষে ৪১ বলে একটি বিধ্বংসী সেঞ্চুরি করে দলকে জেতানোর পর এবার আরও বড় ঝড় তুললেন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সদের বিপক্ষে।
হেডিংলিতে টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। শুরু থেকেই আগ্রাসী ছিলেন ডি ভিলিয়ার্স। পিটার সিডলের এক ওভারেই ২২ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। এরপর মাত্র ১৭ বলে পৌঁছান শতকে—মোট ৩৯ বলেই পূর্ণ করেন সেঞ্চুরি।
তিনি ৪৬ বলে খেলেন ১২৩ রানের এক বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১৫টি চার ও ৮টি ছক্কা। ডি আর্চি শটের এক ওভারে চারটি চার ও একটি ছক্কায় গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে দেন এই প্রোটিয়া কিংবদন্তি।
২০ ওভারে ৬ উইকেটে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স তোলে ২৪১ রানের বড় পুঁজি। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স মাত্র ১৬.৪ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। ৯৫ রানের বিশাল জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।