Ridge Bangla

থানার ভেতরে এএসআইকে ছুরিকাঘাত, পুকুরে মিলল হামলাকারীর মরদেহ

গাইবান্ধার সাঘাটা থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর ছুরি হামলার একদিন পর সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মরদেহটি থানা সংলগ্ন একটি পুকুর থেকে শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এক অজ্ঞাত যুবক সাঘাটা থানার ভেতরে ঢুকে এএসআই মহসিন আলীর ওপর অতর্কিতভাবে ছুরি দিয়ে আঘাত করে। মাথা ও হাতে ছুরিকাঘাতের পর ওই যুবক মহসিনের রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চালায়। ঘটনার পরপরই সে থানার পেছনে থাকা পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, “হামলার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়। অবশেষে শুক্রবার সকালে সাঘাটা হাই স্কুলের পেছনের পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটাই সেই হামলাকারী।”

হামলায় আহত এএসআই মহসিন আলী বর্তমানে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্ত চলছে হামলার কারণ ও হামলাকারীর পরিচয় উদঘাটনে। থানা চত্বরে হামলার মতো স্পর্শকাতর ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন