যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) নেতৃত্বাধীন ‘আর্টেমিস অ্যাকর্ডস’-এ ৫৪তম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ। মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর সাইডলাইনে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নাসার ভারপ্রাপ্ত প্রশাসক জ্যানেট পেট্রো। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি কাউন্সেলর স্টিফেন ইবেলি এবং অ্যাক্টিং ইকোনোমিক ইউনিট চিফ জেমস এস. গারডিনার।
২০২০ সালের অক্টোবরে গঠিত এই ‘আর্টেমিস অ্যাকর্ডস’ হচ্ছে একটি অ-বাধ্যতামূলক বহুপাক্ষিক কাঠামো, যার লক্ষ্য হলো মহাকাশ অন্বেষণে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও টেকসই সহযোগিতা নিশ্চিত করা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিরা মহাকাশ গবেষণায় ভবিষ্যৎ সম্ভাবনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আশাবাদ প্রকাশ করেন।