চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পরদিনই ওই এলাকায় বিএনপির একটি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
২৩ জুলাই (বুধবার) বিকেলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজাকে নিজ বাড়ি নয়াদিয়াড়ী গ্রাম থেকে এবং গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান উদ্দীনকে নিমতলা কাঁঠাল মাদ্রাসা মোড় এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় জনগণও এ সময় পুলিশকে সহায়তা করে।
গ্রেপ্তারের একদিন পর, ২৪ জুলাই (বৃহস্পতিবার) রাতে গোমস্তাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি ক্লাবঘরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, “আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কিছু কর্মী পরিকল্পিতভাবে এই হামলায় জড়িত থাকতে পারে।” ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান বলেন, “গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এ ধরনের হামলা চালানো হয়েছে।”
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, পুলিশ বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় এবং তদন্ত শুরু করেছে। উদ্ধার করা বিস্ফোরক থানায় আনা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।
এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে এলাকাজুড়ে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।