Ridge Bangla

গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে গরুকে জমির ফসল খাওয়ানোকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ ২০ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতরদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন সপ্তাহ আগে সাবেক ইউপি সদস্য ছালেহ আহম্মদের পরিবারের গরু প্রতিবেশী আবুল খায়েরের জমিতে ধান খেয়ে ফেললে শুরু হয় উত্তেজনা। এরপর থেকে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা, হাতাহাতি, এবং একপর্যায়ে বাড়িঘরে হামলা ও লুটপাটের মতো ঘটনা ঘটে। এ নিয়ে থানায় চারটি এবং আদালতে একটি মামলা হয়, যা বিরোধ আরও তীব্র করে তোলে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে পুলিশ ছালেহ আহম্মদের ঘনিষ্ঠ শেখ ফরিদকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের পর শুক্রবার সকালে জাফর আহম্মদের দোকানের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা পরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুলি বিনিময়ের ঘটনা ঘটে এবং অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। বাকিরা পাথর, লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সীমা মজুমদার জানান, হাসপাতালে ১৪ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ। গুরুতরদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই, তবে অভিযুক্তরা পালিয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন