Ridge Bangla

বোয়ালখালীতে ট্রেনের বগি বিচ্ছিন্ন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল বন্ধ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেক বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে। ফলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে কক্সবাজার এক্সপ্রেস। গোমদণ্ডী এলাকায় পৌঁছালে হঠাৎ গার্ড ব্রেক বগির হুক ভেঙে যায় এবং সেটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে পড়ে। সাধারণত এই বগিতে গার্ড থাকেন এবং খাবারসহ অন্যান্য সামগ্রী সংরক্ষণ করা হয়।

ঘটনার পর ট্রেনটি প্রায় ৩০ মিনিট ঘটনাস্থলে আটকে ছিল। পরে বিচ্ছিন্ন বগিটি রেখে ট্রেনের বাকি অংশ চট্টগ্রামের দিকে যাত্রা করে।

এ দুর্ঘটনার প্রভাবে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস নির্ধারিত সময় বিকেল ৩টা ১০ মিনিটে ছাড়তে পারেনি। এতে যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন।

চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, “দুর্ঘটনার পর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্থগিত রয়েছে। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। বগি সরিয়ে নেওয়ার পরই রুটে স্বাভাবিক চলাচল শুরু হবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন