Ridge Bangla

এবারের নির্বাচন সবার জন্য চ্যালেঞ্জের হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ নির্বাচনের ফলাফলই নির্ধারণ করবে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে খুলনা সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আগামী নির্বাচন আমাদের সবার জন্য একটি চ্যালেঞ্জ। এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে—এটাই আমাদের প্রত্যাশা। তবে এই চ্যালেঞ্জে ব্যর্থ হলে তার মূল্য দিতে হবে পুরো জাতিকে।”

সিইসি আরও বলেন, “নির্বাচন আয়োজনের পথে প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকবেই। কিন্তু তবুও আমাদের লক্ষ্য থাকবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া। জনগণের আস্থা অর্জন করাই হবে কমিশনের প্রধান দায়িত্ব।”

তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয়ের ওপর জোর দিয়ে বলেন, “যত বড় চ্যালেঞ্জই আসুক, একযোগে কাজ করলে তা মোকাবিলা সম্ভব।”

সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনার পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন