ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল স্টার জলসার ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’–এর শুটিং চলাকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এলাকার ম্যাকনেল স্টুডিওতে আগুন লাগে। আগুনে স্টুডিওর তিনটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে।
হিন্দুস্তান টাইমস জানায়, শুটিং চলার সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এবং কয়েক মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্টুডিওর বিভিন্ন ফ্লোরে থাকা সেট, ক্যামেরা, লাইট, প্রপসসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেতা অভিষেক বীর শর্মা বলেন, “ঘটনার সময় আমরা শুটিং শেষ করে বের হয়ে গিয়েছিলাম। তবে আমাদের এক্সিকিউটিভ প্রোডিউসার এবং কয়েকজন কর্মী তখনও ভেতরে ছিলেন। সাধারণত ছোটখাটো আগুন লাগে মাঝে মাঝে, কিন্তু এবার যা ঘটেছে তা ভয়াবহ। একসঙ্গে তিনটি ফ্লোর পুড়ে গেছে।”
তিনি আরও জানান, “শুক্রবার শুটিং স্থগিত রাখা হয়েছে। তবে আমরা চেষ্টা করছি শনিবার থেকেই আবার কাজ শুরু করতে। সৌভাগ্যবশত, কেউ আহত হননি।”
অগ্নিকাণ্ডের ফলে প্রযোজনা প্রতিষ্ঠানকে প্রচণ্ড আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। পুরো সেট ও প্রযুক্তিগত ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় নির্মাতা ও কলাকুশলীদের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি, স্টুডিওর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং চূড়ান্ত প্রতিবেদন আসার পর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।