Ridge Bangla

তামিমের পর এবার মাঠেই অসুস্থ হয়ে পড়লেন এক আম্পায়ার

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কদিন আগে মাঠেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল। এবার বিকেএসপির ৩ নম্বর মাঠে ঘটলো একই ধরনের আরেকটি ঘটনা। আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংকের মধ্যকার ম্যাচে টসের পর অসুস্থ হয়ে পড়েন আম্পায়ার গাজী সোহেল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টসের পর থেকেই আম্পায়ার সোহেল শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন। মাথা ঘোরার পাশাপাশি ঘুম ঘুম ভাব হচ্ছিল, কিন্তু বিশ্রাম নিতে পারছিলেন না। পরবর্তীতে ম্যাচ রেফারি দেবব্রত পালের পরামর্শে তাঁকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত বিকেএসপির মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সামির উল্লাহ জানান, “আমরা তাঁর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, রাতে ঘুম ভালো হয়নি। মূলত সেখান থেকেই শরীর দুর্বল হয়ে পড়েছে। তাঁর ব্লাড প্রেশার স্বাভাবিক থাকলেও হার্ট রেট কিছুটা বেশি ছিল। বর্তমানে তিনি বিশ্রামে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সব ঠিক থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে।”

গাজী সোহেলের পরিবর্তে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন চতুর্থ আম্পায়ার শারফুদ্দিন আহমেদ। অপর প্রান্তে দায়িত্বে আছেন আম্পায়ার হাবিবুর রহমান। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরও নির্ধারিত সময়েই ম্যাচটি শুরু হয়।

উল্লেখ্য, সম্প্রতি গরম আবহাওয়া এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবকে কেন্দ্র করে মাঠে খেলোয়াড় ও কর্মকর্তাদের শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরো পড়ুন