Ridge Bangla

ইরানি অভিনেত্রী মিনা মাশহাদি গ্রেপ্তার, তিন দিনেও কোনো খোঁজ নেই

ইরানের প্রখ্যাত অভিনেত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও চলচ্চিত্র সম্পাদক মিনা মাশহাদি মাহদিকে তেহরানে গ্রেপ্তার করেছে ইসলামিক প্রজাতন্ত্রের গোয়েন্দা মন্ত্রণালয়ের এজেন্টরা। তবে গ্রেপ্তারের তিন দিন পেরিয়ে গেলেও তার অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মানবাধিকার সংস্থা হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত ২২ জুলাই তেহরানে অবস্থানকালে ৪৬ বছর বয়সী মিনা মাশহাদিকে আটক করা হয়। তিনি ইয়াজদের স্থায়ী বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে তেহরানে বসবাস করছিলেন।

প্রতিবেদনে বলা হয়, তাকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে এবং কোথায় রাখা হয়েছে সে বিষয়ে তার পরিবারকে জানানো হয়নি। মাশহাদির স্বামী ও চলচ্চিত্র নির্মাতা হাসান নাক্কাশি জানান, ২৩ জুলাই সন্ধ্যায় গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে “জিজ্ঞাসাবাদের জন্য” নিয়ে যায় এবং বলে যে রাতে ছেড়ে দেওয়া হবে। এরপর থেকে তিনি নিখোঁজ।

মাশহাদি একজন খ্যাতিমান প্রামাণ্যচিত্র নির্মাতা ও সম্পাদক। তার প্রশংসিত কাজের মধ্যে রয়েছে—‘ডেজার্ট অব বিলিফ’, ‘বায়ু’, ‘নৌ জালালউদ্দিন’, ‘ডিলিউশন’, ‘হোয়ার দ্য উইন্ড ব্লোজ’, ‘ম্যানচেস্টার কার্গো’ ও ‘গোসান’। তার নির্মিত চলচ্চিত্রগুলো আন্তর্জাতিক উৎসবগুলোতে অংশগ্রহণ করে প্রশংসা কুড়িয়েছে।

এই ঘটনার পর ইরানের সংস্কৃতি অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকে মনে করছেন, রাজনৈতিক অস্থিরতা ও নিয়ন্ত্রণমূলক পরিবেশে শিল্পীদের স্বাধীনতা হুমকির মুখে পড়ছে। চলচ্চিত্র, থিয়েটার ও সংস্কৃতি অঙ্গনের বহু সদস্য মাশহাদির খোঁজ ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন