শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক সংসদ সদস্যদের আনা বিলাসবহুল গাড়িগুলো নিলামে আশানুরূপ মূল্য না পাওয়ায় বিক্রির ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রাম কাস্টম হাউসে ব্যবহারকারীদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
তিনি বলেন, “আমরা গাড়িগুলো নিলামে তুলেছিলাম। কিন্তু তেমন সাড়া পাইনি। এখন বিকল্প কিছু ভাবছি। কিছু সরকারি প্রতিষ্ঠান প্রস্তাব দিয়েছে। তারা গাড়িগুলো সরকারি মূল্যমানের ৬০ শতাংশ দামে কিনতে চায়। তবে আমরা জলের দরে এই গাড়িগুলো বিক্রি করতে চাই না।”
আব্দুর রহমান খান আরও বলেন, “এই গাড়িগুলোর মধ্যে অনেকগুলোর মূল্য ৮ থেকে ৯ কোটি টাকার মতো। যদি সঠিক দাম না পাওয়া যায়, তাহলে এগুলোর আরও ভালো ব্যবহার কী হতে পারে, সে বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বছরের পর বছর এসব গাড়ি ফেলে রেখে স্ক্র্যাপ করার কোনো মানে নেই। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই শুল্কমুক্ত সুবিধা নিয়ে তৎকালীন সংসদ সদস্যরা এসব বিলাসবহুল গাড়ি আমদানি করেন। কিন্তু সরকার পরিবর্তনের পর গত ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয় এবং এনবিআর শুল্কমুক্ত সুবিধা বাতিল করে। এর ফলে গাড়িগুলো ফেলে যান সাবেক এমপিরা। বর্তমানে এই গাড়িগুলো কাস্টম হাউসের জিম্মায় রয়েছে।
এনবিআর চায়, এগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে দ্রুত গ্রহণযোগ্য কোনো সিদ্ধান্তে পৌঁছাতে।