Ridge Bangla

ভিয়েতনামে স্লিপার বাস উল্টে শিশুসহ নিহত ১০, আহত ১২

ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি স্লিপার বাস উল্টে প্রাণ গেছে অন্তত ১০ জনের, যাদের মধ্যে ২ জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন, যাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে হা টিন প্রদেশে। বাসটি রাজধানী হানোই থেকে পর্যটন শহর দা নাং যাওয়ার পথে জাতীয় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দিকনির্দেশক চিহ্নে ধাক্কা খেয়ে উল্টে যায়। নিহতদের সবাই ভিয়েতনামের নাগরিক, যাদের মধ্যে পাঁচজন অভ্যন্তরীণ পর্যটক বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। বাসটির সামনের দিকের স্লিপার বাংকে থাকা যাত্রীরাই বেশি হতাহত হন।

একজন বেঁচে যাওয়া যাত্রী স্থানীয় ডান ত্রি পত্রিকাকে বলেন, “মুহূর্তেই সবকিছু উল্টে গেল। আমি সোজা হয়ে বসার সুযোগও পাইনি। আমার শরীর ও হাত বিছানার পাশের ধাতব অংশে আঘাত পেয়েছিল।”

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এই মর্মান্তিক ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে সম্প্রতি দেশটির জনপ্রিয় পর্যটন এলাকা হা লং বে-তে একটি নৌকাডুবিতে ৩৮ জন পর্যটক ও ক্রু নিহত হন। এখনও নিখোঁজ রয়েছেন একজন।

উল্লেখ্য, ভিয়েতনামে সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুধু ২০২৫ সালের প্রথম ছয় মাসেই সড়কে প্রাণ গেছে ৫ হাজার ২৪ জনের।

এই ঘটনায় গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে এবং নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের ওপর চাপ বাড়ছে।

আরো পড়ুন