Ridge Bangla

জুলাইয়ের স্পিরিট নিয়ে আত্মপ্রকাশ করল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে আত্মপ্রকাশ করল একটি নতুন শিক্ষক সংগঠন—ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। ইউটিএল-এর মূল চার প্রতিপাদ্য—জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসকে আহ্বায়ক করে ইউটিএলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিনি বলেন, “জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান জাতীয় চেতনায় নতুন জাগরণ এনেছে। এই পটভূমিতে পেশাদার ও নৈতিক শিক্ষক সংগঠন গঠনের সময় এসেছে।”

অনুষ্ঠানে জানানো হয়, ইউটিএল রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত থেকে শিক্ষা, গবেষণা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনটির লক্ষ্য একটি স্বাধীন, মর্যাদাসম্পন্ন ও নৈতিক একাডেমিয়া গড়ে তোলা, যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ থাকবে।

ইউটিএলের লক্ষ্য ও কর্মসূচি (স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি)

  • দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইউটিএল ইউনিট গঠন

  • শিক্ষক নিয়োগ, পদোন্নতি, অবসর ও কর্মপরিবেশে নীতিগত সংস্কার

  • জাতীয় ও একাডেমিক বিষয়ক সেমিনার, কর্মশালা ও প্রকাশনা

  • কারিকুলাম সংস্কারে সহায়তা

  • দেশীয় ও আন্তর্জাতিক স্কলারদের নেটওয়ার্ক গড়ে তোলা

  • গবেষণা সহায়তার স্বাধীন তহবিল

  • শিক্ষক উন্নয়ন কার্যক্রম

  • প্রবাসী শিক্ষকদের সাথে সংযোগ ও আন্তর্জাতিক অংশীদারিত্ব

সংগঠনের ভিশন

একটি স্বাধীন, মর্যাদাসম্পন্ন ও প্রতিশ্রুতিবদ্ধ একাডেমিয়া গড়ে তোলা—যেখানে গবেষণা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ সমন্বিতভাবে লালিত হবে।

সংগঠনের মিশন

একটি অন্তর্ভুক্তিমূলক ও আদর্শিকভাবে ভারসাম্যপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি, শিক্ষকদের পেশাগত উন্নয়ন, শিক্ষাবান্ধব ও নির্যাতন-মুক্ত ক্যাম্পাস গঠনে ভূমিকা রাখা এবং জাতীয় নীতিনির্ধারণে অংশগ্রহণ।

ইউটিএলের পাঁচটি মৌলিক কাজ

১. একাডেমিক উৎকর্ষতা
২. আত্মমর্যাদা
৩. জাতীয় প্রতিশ্রুতি
৪. ধর্মীয় সহনশীলতা
৫. সমষ্টিগত দায়িত্ব ও যথাযথ নেতৃত্ব

সংগঠনের পক্ষ থেকে শিক্ষক সমাজকে আহ্বান জানানো হয়—“ইউটিএল শুধু একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন। যারা বিশ্বাস করেন শিক্ষকই জাতির পথপ্রদর্শক, তাদের জন্যই ইউটিএল।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন