কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অস্ত্রের মুখে ১১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সেন্ট মার্টিনের কাছের মৌলভীরশীল এলাকায় এ ঘটনা ঘটে, যেখানে দুটি মাছ ধরার ট্রলারসহ জেলেদের অপহরণ করা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, “মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমরা শুনেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা অব্যাহত রয়েছে।”
কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, “কায়ুকখালীয়া ঘাটের দুটি ট্রলার ও ১১ জন জেলে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।”
এ ঘটনায় স্থানীয় মাছ ব্যবসায়ী ও জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কারণ আরাকান আর্মি এ ধরনের ঘটনা প্রায়ই ঘটাচ্ছে। সরকারিভাবে এই সমস্যা সমাধানের জন্য তৎপরতা চালানো হচ্ছে এবং সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।