ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ২-১ ব্যবধানে জয় পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হারিয়ে।
এ ম্যাচে ইতালিয়ান ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজের ৩৮ মিনিটে করা গোলের মাধ্যমে ইন্টার প্রথমে এগিয়ে যায়। এরপর বায়ার্ন মিউনিখের একমাত্র গোল আসে ৮৫ মিনিটে, যেখানে থমাস মুলার বদলি হিসেবে নামার পর গোলটি করেন। তবে, ইন্টারকে জয় নিশ্চিত করতে ৮৮ মিনিটে একটি দুর্দান্ত গোল করেন ডেভিড ফ্রাত্তেসি।
এই ম্যাচটি ছিল বায়ার্ন মিউনিখের জন্য বিশেষ অর্থপূর্ণ, কারণ গত ৪ বছর ধরে এবং ২২ ম্যাচ ধরে তারা অজেয় ছিল। সর্বশেষ ২০২১ সালের এপ্রিল মাসে বায়ার্ন মিউনিখ তাদের ঘরের মাঠে হারিয়েছিল। তবে মঙ্গলবার (৮ এপ্রিল) এই খেলা ছিল তাদের জন্য একটি বড় ধাক্কা, কারণ তাদের জয়ের রেকর্ড ভেঙে দিচ্ছিল ইন্টার মিলান।
ফিরতি লেগে ১৬ এপ্রিল ইন্টার মিলান তাদের ঘরের মাঠ সান সিরোয় বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে।