জো রুটের ব্যাটে রানের ফোয়ারা থামছেই না। ভারতের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে তিন অঙ্ক বা সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এই সেঞ্চুরির মাধ্যমে রুট গড়েছেন একাধিক ইতিহাস।
টেস্ট ক্যারিয়ারে এটি রুটের ৩৮তম সেঞ্চুরি। এই মাইলফলকে তিনি এখন কুমার সাঙ্গাকারার সঙ্গে সমানতালে আছেন। ১৩৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩৮টি সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি। টেস্ট ক্রিকেটে রুটের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল শচীন টেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫) এবং রিকি পন্টিংয়ের (৪১)।
ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১২১ রানে ব্যাটিংয়ের সময় টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন জো রুট। তাঁর রান এখন ১৩ হাজার ৩৮০। তার সামনে কেবল শচীন টেন্ডুলকার (১৫ হাজার ৯২১ রান)। অর্থাৎ টেস্ট ক্রিকেটে এখন এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক জো রুট।
এছাড়াও, ইংল্যান্ডের দুটি ভিন্ন ভেন্যু—লর্ডস ও ম্যানচেস্টার—উভয় জায়গায় ১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন রুট। ইংল্যান্ডের পক্ষে এই কীর্তিতে তাঁর ওপরে আছেন কেবল গ্রাহাম গুচ ও স্যার অ্যালিস্টার কুক। পাশাপাশি, ওল্ড ট্র্যাফোর্ডে ১ হাজার রান করা প্রথম ব্যাটার হিসেবে নাম লিখিয়েছেন রুট।