বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার (৭ এপ্রিল) রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত ‘টম্ব অফ দ্য আননোন সোলজার’-এ পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে রাশিয়ান শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে রুশ স্থল বাহিনীর প্রধান জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভের নেতৃত্বে একটি কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এক মিনিটের নিরবতা পালন করা হয় এবং মিলিটারি অর্কেস্ট্রা বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে। পরে ১৫৪তম প্রিওব্রাজেনস্কি কমান্ড্যান্ট রেজিমেন্টের চৌকস কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
গত ৬ এপ্রিল রাশিয়া সরকারি সফরের উদ্দেশ্যে রওনা দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাশিয়া সফর শেষে, তিনি ১০ এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন। সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সামরিক বাহিনীর দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের জন্য মতবিনিময় করবেন। এছাড়াও তিনি কিছু সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে ১২ এপ্রিল তিনি দেশে ফিরবেন।