ভারতের রাজস্থানে শুক্রবার (২৫ জুলাই) একটি স্কুল ভবনের ছাদ ধসে ৭ শিশু শিক্ষার্থীর মৃত্যু এবং ২০ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা অমিত কুমার বার্তাসংস্থা রয়টার্সকে জানান, স্কুল ভবনটি পুরনো ছিল এবং অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে এটি ধসে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র ভারতের সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, “ভেতরে পাথর পড়তে শুরু করে… হঠাৎ পুরো ছাদ ভেঙে পড়ে এবং আমরা বেরিয়ে আসি। শ্রেণীকক্ষে ৩০ জন ছিল।”
এএনআই-এর ফুটেজে দেখা গেছে, ধসের স্থানের চারপাশে স্থানীয়রা জড়ো হয়েছেন। কর্তৃপক্ষ যখন ক্রেন ব্যবহার করে ধ্বংসাবশেষ সরিয়ে নিচ্ছে, তখন পরিবারের সদস্যদের কান্না শোনা যায়। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক্স-পোস্টে বলেছেন, আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এনডিটিভির খবরে বলা হয়, ঘটনার সময় স্কুলে প্রায় ৬০ জন ছাত্রছাত্রী, শিক্ষক ও অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এই বিষয়ে আগেই একাধিক অভিযোগ জানানো হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
পিপলোড়ি সরকারি বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হতো। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সকলকে উদ্ধার করা হয়েছে।