রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের বিশেষ মেডিকেল টিম। পাঁচ সদস্যের এই টিমে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে দলটি ঢাকায় পৌঁছে। ঢাকায় চীনা দূতাবাস এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য নিশ্চিত করে।
দূতাবাস জানায়, টিমটি ঢাকায় পৌঁছালে তাদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মহাপরিচালক। প্রাথমিকভাবে টিমটির সন্ধ্যায় পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ের কিছু পর তারা ঢাকায় আসে।
এর আগে একই দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসায় বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসে ভারতীয় তিন সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম। একই দিন সিঙ্গাপুর থেকেও তিন সদস্যের আরেকটি বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছায়।
প্রসঙ্গত, ২২ জুলাই প্রথমবারের মতো সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় এসে দগ্ধদের চিকিৎসায় সহায়তা শুরু করেন।