Ridge Bangla

সুনামগঞ্জে ১৫ লাখ টাকার গাঁজাসহ আটক ৩

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা থেকে বুধবার ভোররাত পর্যন্ত চলা পৃথক দুটি অভিযানে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রথম অভিযানটি চালানো হয় শাল্লার উজানগাঁও গ্রামে। সেখান থেকে আব্দুল মন্নাছের ছেলে জহিরুল ইসলাম (৩৬)-কে ৪৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। একই রাতে রাত সাড়ে ৩টায় দৌলতপুর গ্রামে দ্বিতীয় অভিযানে ধরা পড়ে কুখ্যাত মাদককারবারি উজ্জলা বেগম (৩৭) ও রূপ মিয়া ওরফে রুইক্কা (৫০)। তাদের কাছ থেকে উদ্ধার হয় আরও ১ কেজি গাঁজা।

স্থানীয় বাসিন্দাদের মতে, শাল্লা এলাকায় বহুদিন ধরে মাদকের বিস্তার থাকলেও একসঙ্গে এতো বড় চালান ধরা পড়ার ঘটনা বিরল। পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে আমাদের অভিযান চালানো হয়। এতে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের গাঁজা উদ্ধার করতে পেরেছি এবং তিনজনকে গ্রেপ্তার করেছি।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন