Ridge Bangla

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, আহত আরও একজন

ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন মো. আফছার (৩১) নামে আরেকজন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩-এস সীমান্ত পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

নিহত মিল্লাত হোসেন ফেনী পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে এবং আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহত ব্যক্তি সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত হোসেন মারা যান।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলেন, “বাসপদুয়া সীমান্ত এলাকায় চোরাচালান প্রবণতা রয়েছে। বিএসএফের গুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার তথ্য পেয়েই বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিএসএফকে লিখিতভাবে প্রতিবাদ জানানো হবে।”

আরো পড়ুন