Ridge Bangla

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সঞ্চয় ৭৩ হাজার কোটি টাকা

দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা নতুন করে না বাড়লেও শিক্ষা কার্যক্রম এবং কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে বেসরকারি খাতে সঞ্চয়ও বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৯১ কোটি ৫০ হাজার টাকায়, যা আগের বছরের তুলনায় প্রায় ৪ হাজার কোটি টাকা বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৪’ অনুযায়ী, শিক্ষা খাতে এসব প্রতিষ্ঠানের মোট জিডিপি-তে অবদান দাঁড়িয়েছে ৮৫ হাজার ৩৫৭ কোটি ৯৭ লাখ টাকা।

জরিপ অনুযায়ী, দেশে বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯৮,৯৭৯টি, যার মধ্যে কোচিং সেন্টার রয়েছে ৬,৫৮৭টি। ২০২২ সালে এই খাত থেকে সঞ্চয় হয়েছিল ৬৯,৭৭৯ কোটি টাকা, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭৩,৩৯১ কোটি টাকায়।

শিক্ষার্থীর সংখ্যায়ও বেড়েছে অংশগ্রহণ। ২০২৩ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ কোটি ৮৫ লাখ ৪৯ হাজার, যার মধ্যে নারীর সংখ্যা ছিল ৫১.০৬ শতাংশ—পুরুষের তুলনায় সামান্য বেশি। বিশেষ করে নার্সিং, মেডিকেল ও দন্ত চিকিৎসা শিক্ষা খাতে নারীদের অংশগ্রহণ বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিবিএস মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “এই জরিপের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা, প্রতিষ্ঠান পরিচালনার খরচ, সঞ্চয়সহ সবকিছু বিশ্লেষণ করা হয়েছে। এই তথ্য নীতিনির্ধারক ও গবেষকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।”

বিশেষজ্ঞদের মতে, নারীর অংশগ্রহণ বৃদ্ধির এই ধারা বজায় থাকলে আগামী ৫–৭ বছরের মধ্যে শিক্ষা খাতে লিঙ্গ ভারসাম্য আরও স্থিতিশীল হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন